Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভাগা আশরাফুল যেন দলের বোঝা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০১:১৭ PM আপডেট: ২০ মার্চ ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview



কথায় আছে 'পুরানো চালে ভাতে বাড়ে'। এই কথা সব সময় ঠিক নাও হতে পারে। তাঁর প্রমাণ মোহাম্মদ আশরাফুল। দীর্ঘ দিন নিষেধাজ্ঞা থাকার পর বিপিএলের মধ্যে দিয়ে আবারো জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু চরম ব্যর্থতায় তাঁর সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হয়।

চিটাগং ভাইকিংসের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সৌভাগ্য হয় আশরাফুলের। তিন ম্যাচে তাঁর মোট রান ২৫।বিপিএলের সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন ডিপিএলে।

চলতি ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন তিনি। গত ডিপিএলটা দুর্দান্ত কাটিয়েছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান। কিন্তু এবার মোহামেডানের হয়ে শুরু থেকেই ব্যর্থ হলেন।চলতি ডিপিএলে মোহামেডানের হয়ে  দুটি ম্যাচ খেলছেন। ম্যাচ দুটিতে মাত্র ১০ রান করেছেন।

নামের প্রতি সুবিচার করতে না পারার কারণে তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন আশরাফুল। এবার সেই ধারাবাহিকতা বজায় থাকল চতুর্থ ম্যাচেও।
  
কোন ভাবেই হাসছে না তাঁর ব্যাট তাই সমালোচকদের জবাবও দিতে পারছেন না। সেই সাথে ফুরিয়ে যাচ্ছে তাঁর নামের খ্যাতি। যে নামের দাপটে ক্রিকেট পাড়া কাপতো সেই নামটা দিনে দিনে দলের জন্য বোঝা হয়ে যাচ্ছে। 

Bootstrap Image Preview