Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএল খেলা নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৪:৩০ PM আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে সফরকারী শ্রীলংকাকে ওয়ানডে সিরিজে  দ্বিতীয়বারেরর মত শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করলো দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সামনে টি-টোয়েন্টি মিশন।কিন্তু টি-টোইয়েন্টির মাঠে  নামার আগে নতুন এক সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মাঠে গড়াতে আর এক সপ্তাহেরও কম সময়। এমন অবস্থায় ক্রিকেটারদের ছাড়া ইস্যুতে দ্বিধায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পরিষ্কার করে বলতে গেলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য প্রোটিয়া ক্রিকেটারদের ছাড়া হবে কবে, এখনও সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ মার্চ জো’বার্গে। এদিকে ঠিক তার আগেরদিন অর্থাৎ ২৩ মার্চ শুরু হয়ে যাচ্ছে আইপিএল।

এমন অবস্থায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যখন চাইছে টি-টোয়েন্টি সিরিজ খেলে তবেই ভারতের বিমান ধরুক ক্রিকেটাররা, তখন ফ্র্যাঞ্চাইজি লিগের ১২ তম সংস্করনের শুরু থেকেই খেলতে মুখিয়ে প্রোটিয়া ক্রিকেটাররা। 

Bootstrap Image Preview