Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডুমিনির বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৩:৪০ PM আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৩:৫১ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যকার ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার সিরিজের শেষ ওয়ানডে ডি/এল মেথডে ৪১ রানের জিতে সফরকারিদের হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা।

আর এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ তে জিতে নেয় স্বাগতিকরা। এর আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজে ০-২ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। 

টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে সফরকারিরা। শেষ পর্যন্ত কুশল মেন্ডিসের ৫৬ আর প্রিয়মল পেরেরার ৩৩ রানে আউট হন। তবে শেষদিকে ইসুুরু উদানার ২৯ বলে ৩২ রানের এক ইনিংসে সম্মানজনক পুঁজি পর্যন্ত যেতে পেরেছে লাসিথ মালিঙ্গার দল। ৩ বল আগে ২২৫ রানে অলআউট হয় লঙ্কানরা। 

জবাবে, ব্যাট করতে নেমে শুরুতেই ডি কক-কে হারায় দক্ষিণ আফ্রিকা। তবে মার্করামের অর্ধশতকে জয়ের পথেই এগুচ্ছিল স্বাগতিকরা। ২৮ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ যখন ২ উইকেটে ১৩৫ রান ফ্লাডলাইট জটিলতায় বন্ধ হয় খেলা। এরপর আর খেলা হয়নি। ডি/এল মেথডে পার স্কোর থেকে ৪১ রান এগিয়ে ছিলো স্বাগতিকরা। 

পাঁচ ম্যাচে ৮১, ৯৪, ১২১, ৫৬ ও ৬ রানের ইনিংস খেলে সিরিজ সেরা হল কুইন্ট ডি কক। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন আফ্রিকান অলরাউন্ডার জেপি ডুমেনি। 

Bootstrap Image Preview