Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নয় হাজার রানের মাইলফলকে পোলার্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০২:২৯ PM আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০২:২৯ PM

bdmorning Image Preview


টি-টোয়েন্টিতে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কিরেন পোলার্ড। শনিবার রাতে পাকিস্তানে প্রিমিয়ার লিগে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে ২১ বলে ৩৭ রানের ইনিংস খেলার পথে তিনি ৯ হাজারি এলিট ক্লাবে প্রবেশ করেন।

বর্তমানে ৪৫৮ টি-টোয়েন্টি ম্যাচে পোলার্ডের মোট রান ৯০৩০। স্ট্রাইক রেট ১৫০.৪৭। তিনি মোট ৫৮৫টি বাউন্ডারি (ছক্কা ও চার) হাঁকিয়েছেন। একটি সেঞ্চুরির পাশাপাশি ৪৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তারা।

পোলার্ডের বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে স্পর্শ করেন। এর আগে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাকোলাম নয় হাজার মাইলফলক স্পর্শ করতে পেরেছেন।

পাকিস্তান সুপার লিগের পোলার্ডের এই ইনিংসের সুবাদে ইসলামাবাদ ইউনাইটেডকে ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়ে পিএসএলের ফাইনালে উঠে গেছে পোলার্ডের দল পেশোয়ার জালমি। রবিবার চতুর্থ আসরের ফাইনালে রাত আটটায় শিরোপার লড়াইয়ে পোলার্ডেদের মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

Bootstrap Image Preview