Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটারদের যে পরামর্শ দিলেন পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১১:৪৩ AM আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


শনিবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশকে দলের ১৯ সদস্যের প্রতিনিধি দল। এ সময় বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পরে গণমাধ্যমের মুখোমুখি হন হন তিনি। এসময় মানসিক ধাক্কা পাওয়া ক্রিকেটারদের খেলাধুলা নিয়ে চিন্তা না করে পরিবারকে সময় দেয়ার পরামর্শ দেন বিসিবি বস।

 

বোর্ড প্রেসিডেন্ট বলেন, ছেলেরা সারারাত জার্নি করেছে। স্বাভাবিকভাবেই ক্লান্ত তারা। মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। আমরা তাদের বলেছি, এখন বাসায় যাও। সব চিন্তা ঝেড়ে মাথা ঠাণ্ডা করে নিজেদের মতো করে সময় কাটাও। সবকিছু স্বাভাবিক হলে আমাদের সঙ্গে এসে যোগাযোগ কইরো’ 

তিনি আরো বলেন, খেলাধুলা নিয়ে এই মুহুর্তে কোনো চিন্তা-ভাবনা করতে না করে দিয়েছি। বলেছি ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর আমাদের সাথে যদি কারো কোনো সহযোগিতা লাগে, তো আমরা তো আছিই।’

Bootstrap Image Preview