Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমানবন্দরে যা বললেন মাহমুদুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৯:৫৮ AM আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


দীর্ঘ প্রায় ১৮ ঘন্টার ভ্রমণ শেষে শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। শনিবার রাত ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় কোচিং স্টাফসহ ১৯ জনের দল। এ সময় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিমান বন্দরে নিজেদেরকে খুব ভাগ্যবান বলে অভিহিত করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘শুধু এতটুকু বলতে চাই, আমরা খুব ভাগ্যবান যে, এখন এখানে বসে আছি। আপনাদের সবার দোয়া, দেশবাসির দোয়া, বাবা-মা, পরিবার-পরিজন, আমরা আল্লাহর রহমতে এখানে এসে পৌঁছাতে পেরেছি।’

এ ধরণের ঘটনা নিউজিল্যান্ডের মত দেশে ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মাহমুদউল্লাহ রিয়াদও বলেন, ‘এ ঘটনা আসলে খুবই অনাকাংখিত। এটা কারোরই কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলের সবাই, সারারাত আমরা ঠিকমত ঘুমাতেও পারিনি। যখন রুমের মধ্যে ছিলাম, তখন শুধু একটা কথা চিন্তা হচ্ছিল, যে আমরা কতটুকু ভাগ্যবান। সবচেয়ে বড় কথা, নিউজিল্যান্ডের মত দেশে এ ধরনের ঘটনা ঘটেছে- এটা খুব আনএক্সপেক্টেড।’

ঘটনার পরপরই বোর্ডের সঙ্গে কথা হয় ক্রিকেটারদের। এরপর বিসিবির তড়িৎ তৎপরতার কারণে দেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন ক্রিকেটাররা। রিয়াদ বলেন, ‘তারপর বোর্ডের সাথে আমাদের যোগাযোগ হলো, ওনারা তাড়াতাড়িই আমাদের ফেরার ব্যবস্থা করলেন। এ জন্য বিসিবিকে ধন্যবাদ। পাপন ভাইকে বিশেষ ধন্যবাদ। কারণ ওনার সঙ্গে কথা হলো এবং উনি আমাদের আশ্বস্থ করলেন যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। এ জন্য সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে দেশবাসির কাছে আবেদন থাকবে, তারা যেন আমাদের জন্য সব সময় দোয়া করেন এবং এই মানসিক অবস্থা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি।’

Bootstrap Image Preview