Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুশ্চিন্তায় সারা রাত ঘুমাতে পারেননি মোস্তাফিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৭:০৯ PM আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৭:০৯ PM

bdmorning Image Preview


জুম্মার দিন তাই  অনুশীলন শেষ করে প্রেসকনফারেন্স টান পায়ে হেটে গিয়েছিলেন টাইগার দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। তখন যাওয়ার সময় বার বার বলছিলেন একটু ছোট  প্রশ্ন করবেন নামাজ পড়তে হবে।

কিন্তু বিধাতার সেই অদৃশ্য  ইশারায় হয়তো রিয়াদের সেই কথা শুনা হয়নি সাংবাদিকদের। দলের বাজে পারফম্যান্সের জবাব দিতে গিয়ে সময় কেটে গিয়েছে। ততক্ষণ। কিন্তু কে জানতো সাংবাদিকদের  এই সময়ক্ষেপনের বিরক্তিই প্রাণ বাঁচানোর স্বস্তি নিয়ে আসবে ক্রিকেটারদের।

পাঁচ মিনিট আগে যদি মসজিদে পৌছাত তাহলে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারতো বাংলাদেশের ক্রিকেটারদের সাথে।
কিন্তু সেটি হয়নি। কিন্তু রেখে গিয়েছে তাঁর ছাপ। খুব কাছ থেকে সেই দৃশ্য দেখেছে টাইগার দলের সবাই। উপলব্ধিও করেছে মসজিদের ভিতর থাকলে কি হতো তাদের সাথে?
তাই মানসিক ভাবে বিপর্যস্ত দলের সবাই। চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। দুশ্চিন্তায় রাতে ঘুমাতে পারেনি মোস্তাফিজুর রহমান। নির্ঘুম রাতে কাটানোর পর দুপুর ১২টায় বিমানে উঠেছেন। 

অনেক সময় ভুল থেকেও শিক্ষা নেওয়া যায়।  অনেক সময় সময়ের কাজ অসময়ে হয়ে যায়। ঠিক তেমনি  এই অনইচ্ছাকৃত এই দেরি বাঁচিয়ে দিলো কিছু মানুষের জীবন।

Bootstrap Image Preview