Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০১:২১ PM আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০১:২৫ PM

bdmorning Image Preview


শুক্রবার ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে বন্দুকধারী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ৫-১০ মিনিট সময়ের হেরফের হলেই এই ঘটনার শিকার হতে পারতেন তামিম, মুশফিক, তাইজুল, সৌম্য রিয়াদরা। 

এদিকে সন্ত্রাসী হামলার পর বিসিবির নজরে পড়েছে ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি। কারণ মসজিদে নামাজ পড়ড়ে যাওয়ার  সময় বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নিউজিল্যান্ডের তরফ থেকে কোনো নিরাপত্তারক্ষীই ছিল না। 

এমন ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার গুলশানের নিজের বাসভবনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল ইসলাম পাপন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাঝে টাইগারদের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে পাপন বলেন, ‘এরপর থেকে যেখানেই দল যাক না কেনো ,আমাদের মিনিমাম পাওনা নিরাপত্তা আমাদেরই নিশ্চিত করে যেতে হবে। সেটা যারা দিতে পারবে তাদের সেখানেই আমরা খেলতে যেতে পারবো, এছাড়া আমাদের পক্ষে খেলতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’ 

এদিকে ক্রিটারদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘জরুরি ভিত্তিতে আমি এ বিষয়ে কথা বলেছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে।’

Bootstrap Image Preview