Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত থেকে ফিরে বোলিং ও ব্যাটিংয়ে জ্বলে উঠলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৫:৪৭ PM আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে পরিবারকে নিয়ে ইন্ডিয়া ঘুরতে গিয়েছিলেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।প্রায় ১২ দিনের ঘুরা-ঘুরি শেষে দেশে ফিরে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচেই বল ও ব্যাট হাতে চমক দেখালেন ম্যাশ।  

ইন্ডিয়া ঘুরতে যাওয়ার কারনে আবাহনীর হয়ে ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মাশরাফি। তবে ডিপিএল এক দিনের ম্যাচ খেলবেন বলে নিশ্চিত করেছিলেন। 

আবাহনীর হয়ে প্রথম দুটি ম্যাচ মিস করলেও তৃতীয় ম্যাচে দলে ফিরে বল হাতে ৮ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে নিয়েছেন দুই  উইকেট। বোলিংয়ের পাশপাশি ব্যাট হাতেও ১৫ বলে ২৬ রান করেছেন।

প্রথমে টসে জিতে আবাহনীকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়ন। টসে হেরে ব্যাটিংয়ের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী। এরপর মোসাদ্দেক ও সাইফউদ্দিনের ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে উঠে।কিন্তু ৪৪ ওভারের মাথায় দলীয় ১৭৪ রানে মোসাদ্দেক ৫৪ রানে বিদায় নিলে আবার চাপে পড়ে আবাহনী। 

এরপর সাইফউদ্দিনের সাথে ৬২ রানের জুটি গড়েন মাশরাফি। শেষ পর্যন্ত খেলে দুই ব্যাটসমানই অপরাজিত থাকেন। মোহাম্মদ সাইফউদ্দিন ৫৯ ও মাশরাফি ২৬ রান করেন। তাদের এই ব্যাটিংয়ে ভর করে ২৩৬ রান করে আবাহনী।

২৩৭ রানের জবাবে ব্যাটিং করতে নেমে আবাহনীর বোলিংদের তাণ্ডবে ২২২ রান করে ওভার শেষ হয়ে  যায় ব্রাদার্স  ইউনিয়নের। বল হাতে মাশরাফি ও সাব্বির দুটি করে উইকেট নিয়েছেন।

দুর্দান্ত এই বোলিং ও ব্যাটিংয়ে  আবাহনী ১৪ রানের জয় পেয়েছে।চলতি ডিপিএলের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেন মাশরাফি।  

Bootstrap Image Preview