Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে ফেভারিট নয় কেউই: কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৪:০০ PM আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের আগে চূড়ান্ত মহড়ায় সিরিজে অজিদের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হার যেন ওলট-পালট করে দিয়েছে ভারতের সব হিসেব। আর সিরিজ হেরে দলনায়ক বিরাট কোহলি মনে করছেন, ‘বিশ্বকাপে ফেভারিট নয় কেউই।’

বুধবার ফিরোজ শা কোটলায় অজিদের কাছে ভারত হেরেছে ৩৫ রানে। সিরিজ হেরে কোহলির উপলব্ধি, ‘যে কোনও দলই বিশ্বকাপে ভয়ংকর। ফর্মে থাকলে ক্রিকেটের মেগা আসরে কোনও দলকে আটকানো ভীষণই কঠিন।’

এ প্রসঙ্গে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ দলের সাম্প্রতিক উত্থানের দিকে দৃষ্টি আকর্ষণ করে কোহলি জানান, হোল্ডাররা বিশ্বকাপে যে কোনও দলের রাতের ঘুম কাড়তে প্রস্তুত। পাশাপাশি বিশ্বের পয়লা নম্বর ব্যাটসম্যানের মতে, ইংল্যান্ড ভীষণ শক্তিশালী দল। অস্ট্রেলিয়াও বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিয়েছে। নিউজিল্যান্ডও দারুণ দল আর পাকিস্তান প্রসঙ্গে কোহলির মত, নিজেদের দিনে ওরা যে কোনও দলকে হারাতে পারে। অর্থাৎ কোহলির মতে ফেভারিট নয় কেউই।

সিরিজ হারের প্রভাব নিয়ে কোহলি জানিয়েছেন, '‌ড্রেসিংরুমে কেউ আতঙ্কে ভুগছে না। বিশ্বকাপের দল আমাদের প্রায় তৈরি। নানা কম্বিনেশন দেখে নেওয়া হয়েছে। যে দলটা কোটলায় খেলল। তারা সবাই বিশ্বকাপ দলে থাকার উপযুক্ত। একটা জায়গা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। হার্দিক ফিট হয়ে গেলে বিকল্প বেড়ে যাবে।'‌ 

Bootstrap Image Preview