Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাহমুদউল্লাহদের পারফম্যান্সে মুগ্ধ উইলিয়ামসন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৪:২৪ PM আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজও হারলো বাংলাদেশ। তাই ম্যাচ হেরে হতাশ টাইগার দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ  রিয়াদ। তবে দলের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচ শেষে নিজেদের অভিমত জানাতে গিয়ে এমনটাই বললেন মাহমুদুল্লাহ-উইলিয়ামসন।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দু’দিন ছিলো বৃষ্টির দাপট। তবে তৃতীয় দিন বৃষ্টি না থাকায় নির্ধারিত সময়েই মাঠে গড়ায় ওয়েলিংটন টেস্ট। ফলে এই টেস্টটি হয়ে পড়ে তিনদিনের। তৃতীয় দিনও বৃষ্টির তেজ ছিলো। ঐদিন ৭২.৪ ওভার খেলা হয়েছে। এর মধ্যে ৬১ ওভারে ২১১ রানেই অলআউট হয় বাংলাদেশ। এরপর চতুর্থ দিন রস টেইলরের ডাবল ও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ৪৩২ রানের বিশাল পুঁজি পায় নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ২২১ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

চতুর্থ দিনের শেষভাগে নিজেদের ইনিংস শুরু করে টাইগাররা। ৮০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ। আর পঞ্চম ও শেষ দিন সকালে মধ্যাহ্ন-বিরতির আগেই নিজেদের ইনিংস গুটিয়ে নিয়ে লজ্জার হার বরণ করে নেয় বাংলাদেশ। আড়াই দিনে ম্যাচ শেষে হতাশ বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘খুবই হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। এর থেকেও ভালো দল আমরা । পরের টেস্টে আমাদের আরও দ্রুত নিজেদের মানিয়ে নিতে হবে।’

আড়াই দিনে টেস্ট জিতে দলের খেলোয়াড়দের প্রশংসা করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। তিনি বলেন, ‘দুর্দান্ত পারফরমেন্স। প্রথম ইনিংসে দ্রুত রান তুলে ম্যাচ জয়ের সুযোগ তৈরি করতে চেয়েছি। আমরা ভালো ক্রিকেট খেলেছি। প্রথম ইনিংসে বাংলাদেশ ভালো বল করেছে। তবে তাদের সাথে ভাগ্য ছিলো না। দলের খেলোয়াড়দের পারফরমেন্স মুগ্ধ করেছে।’

Bootstrap Image Preview