Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাইলফলক থেকে ৪৬ রান দূরে রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৩:৪৯ PM আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়েও টানা দু’টো হার হজম করতে হয়েছে বিরাট কোহালির বাহিনীকে। দিল্লির ফিরোজ শাহ কোটলায় সিরিজের শেষ ম্যাচটি তাই দুই দলের জন্যই শিরোপা জেতার লড়াই।এই ম্যাচে নতুন একটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।

বুধবার বেলা ২ টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এই ম্যাচে ওয়ানডে ক্যারিয়ার ৮ হাজার রানের মাইলফলক থেকে ৪৬ রান দূরে দাঁড়িয়ে আছেন তিনি। রোহিত এখনও পর্যন্ত ১৯৯ ইনিংসে করেছেন ৭৯৫৪ রান। ফলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে যদি তিনি আর ৪৬ রান করেন, তবে সৌরভকে স্পর্শ করবেন তিনি। সেক্ষেত্রে এই তালিকায় যুগ্ম ভাবে সৌরভের সঙ্গে থাকবেন রোহিত। কারণ ওয়ানডে ফরম্যাটে ২০০তম ইনিংসে ৮০০০ রানে পৌঁছেছিলেন সৌরভ।

দ্রুততম ৮০০০ রানের রেকর্ড রয়েছে বিরাট কোহালির দখলে। ভারত অধিনায়ক নিয়েছিলেন ১৭৫ ইনিংস। দুইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স। তিনি নিয়েছেন ১৮২ ইনিংস। এখনও পর্যন্ত তিনে রয়েছেন সৌরভ।

অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে সিরিজের প্রথম তিন একদিনের ম্যাচে রোহিতের ব্যাটে এসেছিল যথাক্রমে ৩৭, ০ ও ১৪। মোহালিতে তাঁকে অবশ্য ফর্মে দেখায়। ৯২ বলে ৯৫ করে বড় শট মারতে গিয়ে ফেরেন তিনি। ততক্ষণে অবশ্য শিখর ধাওয়ানের সঙ্গে প্রথম উইকেটে রোহিত ১৯৩ রান যোগ করে ফেলেছেন। শিখর-রোহিতের দাপটে ভারত ৩৫৮ রান তোলে। কিন্তু, পিটার হ্যান্ডসকম্বের সেঞ্চুরি, উসমান খোয়াজার ৯১ ও অ্যাশটন টার্নারের ঝোড়ো ৮৪ রানের সুবাদে ১৩ বল বাকি থাকতে জিতে যায় অস্ট্রেলিয়া। এবং পাঁচ ম্যাচের সিরিজে ফেরায় সমতা। বুধবার রাজধানীতে সিরিজের ফয়সালার দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Bootstrap Image Preview