Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ টেস্টে অনিশ্চিত উইলিয়ামসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ১১:০১ AM আপডেট: ১২ মার্চ ২০১৯, ১১:০১ AM

bdmorning Image Preview


তিন ম্যাচের প্রথম দুটি জিতে এর মধ্যেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন ও বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় স্লিপে ফিল্ডিংরত উইলিয়ামসন চোট পান কাঁধে। এরপর ব্যাটিং-ও করেছেন, তবে ব্যাটিংয়ের সময় ডেকে পাঠিয়েছিলেন ফিজিওকে। অবশ্য মাঠ ছেড়ে যাননি তখনোই। আউট হওয়ার পর গিয়েছিলেন হাসপাতালে, সতর্কতামূলক স্ক্যানের জন্য।

এমআরআইয়ে রিপোর্টে তার কাঁধের ‘পেক্টোরাল মাইনর’ মাংসপেশিতে ‘গ্রেড ওয়ান’-এর 'টিয়ার' ধরা পড়েছে। ক্রাইস্টচার্চে দলের সঙ্গে যাবেন অবশ্য তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরে উঠতে কতদিন লাগবে সেটা নিশ্চিত করে না বললেও উইলিয়ামসন বলেছেন, তার কাঁধের অবস্থা এখন ভাল। ক্রাইস্টচার্চ টেস্ট শুরু হবে ১৬ মার্চ।

Bootstrap Image Preview