Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের টেস্ট সিরিজ হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০১৯, ০৬:৫৩ AM আপডেট: ১২ মার্চ ২০১৯, ০৬:৫৩ AM

bdmorning Image Preview


স্বাগতিক নিউজিল্যান্ডের দেওয়া ৪৩২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২০৯ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ফলে প্রথম ইনিংসের ২১১ ও দ্বিতীয় ইনিংসের ২০৯ রানে মিলে মাহমুদউল্ললাহদের স্কোর দাঁড়ায় ৪২০ যা কিউইদের থেকে ১২ রান কম। এক ইনিংসহ ১২ রানের জয় নিয়ে টেস্ট সিরিজও নিজেদের করে নেয় স্বাগতিকরা।

টাইগারদের দ্বিতীয় ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ২০৯/১০

তামিম ইকবাল(৪), মাহমুদউল্লাহ রিয়াদ (৬৭), সাদমান ইসলাম(২৯ ), মুমিনুল হক(১০), সৌম্য সরকার(২৮), মোহাম্মদ মিথুন(৪৭), লিটন দাশ(১), তাইজুল ইসলাম(০), এবাদত হোসেন(০), মোস্তাফিজুর রহমান (১৬) ও আবু জায়েদ রাহী(০)* । 
উইকেট নিয়েছেনঃ ওয়াগনের ৫/৪৫, বোল্ট ৪/৫২ , হেনরি ১/৪০
টাইগার দলের সংক্ষিপ্ত স্কোরঃ ২১১/১০

তামিম ইকবাল(৭৪), মাহমুদউল্লাহ রিয়াদ (১৩), সাদমান ইসলাম(২৭), মুমিনুল হক(১৫), সৌম্য সরকার(২০), মোহাম্মদ মিথুন(৩), লিটন দাশ(৩৩), তাইজুল ইসলাম(৮), এবাদত হোসেন(০)* , মোস্তাফিজুর রহমান (০) ও আবু জায়েদ রাহী(৪)।
উইকেট নিয়েছেনঃ বোল্ট ৩/৩৮, ওয়াগনের ৪/২৮, হেনরি ১/৬৭, সাউদি ১/৫২, গ্র্যান্ডহো ১/১৫।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ৪৩২/৬ ডি
রাভাল(৩), লাথান(৪), উইলিয়ামসন্স (৭৪), টেইলর(২০০), নিকোলাস(১০৭), গ্র্যান্ডহো(২৩)*, ওয়াল্টিং (৮)। 
উইকেট নিয়েছেনঃ রাহী ৩/৯৪, সৌম্য ২/৯৯, মোস্তাফিজুর ১/৭৪।

টাইগার একাদশঃ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), সাদমান ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, লিটন দাশ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন , মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী।

নিউজিল্যান্ড একাদশঃ রাওয়াল, ল্যাথা, উইলিয়ামসন (সি), টেলর, নিকোলস
 ওয়াগনার, ওয়াটলি,গ্র্যান্ডহো , হেনরি, সাউদি,বোল্ট। 
 

Bootstrap Image Preview