Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিক্সিংকে খুন করার চেয়ে বড় অপরাধ বলছেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০১৯, ০৩:১০ PM আপডেট: ১১ মার্চ ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


ভারতের হয়ে দুইটি বিশ্বকাপ জয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করা হয়েছে। গতকাল প্রকাশ পায় সেই সিনেমার ট্রেইলার। যেখানে ধোনি বলেছেন মানুষকে খুন করার চেয়েও বড় অপরাধ স্পট ফিক্সিং। 

ভারতের আইপিএলের দল চেন্নাই সুপার কিংস ফিক্সিং কান্ডে জড়িত হয়ে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল। সেই সময় চেন্নাই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। অভিযোগের তীর তার দিকেও এসেছিল। যার জেরে ২০১৬ ও ২০১৭-র প্রতিযোগিতায় দুই দলকে খেলতে দেওয়া হয়নি। তদন্তে ধোনিসহ সুরেশ রায়না ও জাদেজার নাম উঠেছিল। কিন্তু পরে সকলেই নিদোষ বলে প্রামানীত হন। 

চেন্নাই ফ্রাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়ানো সহ পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সেই ফিরে আসা নিয়েই একটি তথ্যচিত্র তৈরি হচ্ছে, যা মুক্তি পাবে আইপিএলের আগেই। এই ছবির ৪৫ সেকেন্ডের ট্রেলারে প্রথমেই ধোনি বলেন, ‘‘ম্যাচ ফিক্সিং একজন মানেুষকে খুন করার চেয়েও বড় অপরাধ। এই ঘটনায় আমার দল (চেন্নাই সুপার কিংস) জড়িয়ে যায়। আমার বিরুদ্ধেও অভিযোগ ওঠে। আমাদের প্রত্যেকের জন্যই ওই সময়টা খুব কঠিন ছিল। সমর্থকদের মনে হয়েছিল, শাস্তিটা বেশিই ছিল। তাই ফিরে আসাটা খুবই আবেগময় হয়ে ওঠে। আমি সব সময়ই বলেছি, যে আঘাতে তোমার মৃত্যু হয় না, সেই আঘাত তোমাকে আরও শক্তিশালী করে তোলে।’’ 

Bootstrap Image Preview