Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় খেলোয়াড়ে ঠাসা ঢাকা প্রিমিয়ার লিগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৬:০৩ PM আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৬:০৩ PM

bdmorning Image Preview


আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই জমজমাট আসরে পাকিস্তান, শ্রীলংকার খেলোয়াড়দের থেকে ভারতীয় খেলোয়াড়দের প্রতি আগ্রহ বেশি অংশগ্রহণকারী ক্লাব গুলোর। 

রীতিমত ভারতীয় খেলোয়াড়দের দলে ভেড়ানোর কাজে হিড়িক বেঁধে গিয়েছে ক্লাবগুলোর। ইতোমধ্যে অনেকের সাথে চূড়ান্ত চুক্তিও করেছে।

গাজি গ্রুপ ক্রিকেটার্স দলে ভিড়িয়েছেন ভারতের হয়ে একটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলা পারভেজ রসূলকে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে  শিরোপা জয় করা খেলোয়াড়  বিপুল শর্মা ।লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলবেন আরেক ভারতীয় রিশি ধাওয়ান।

গত বছর  শাইনপুকুরের জার্সিতে দেখা গিয়েছিল ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান উদয় কউলকে। এবারও একই দলের হয়ে খেলবেন তিনি। 

ব্রাদার্স ইউনিয়নের হয়ে এবারের ডিপিএলের জন্য চুক্তি করেছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও রঞ্জি ট্রফিতে স্বরাষ্ট্রের হয়ে খেলা অলরাউন্ডার চিরাগ জানি।

খেলাঘরের হয়ে খেলবেন রাজস্থান রয়েলসের হয়ে আইপিএল খেলা অশোক মেনারিয়া। প্রাইম ব্যাংক সুবীর চ্যাটার্জীকে প্রথম দুই ম্যাচের জন্য দলে রেখেছে। লীগের বাকি ম্যাচ গুলোর জন্য অভিমন্যু ঈশ্বরণের সাথে চুক্তি করেছে দলটি।

Bootstrap Image Preview