Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোরে টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৩:৪৬ PM আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


আগামীকাল ওয়েলিংটনে শুক্রবার ভোর চারটায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস ও ৫২ রানের বিশাল ব্যবধানে হেরে, তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে মাহমুদউল্লাহ’র দল। তাই এটি মাহমুদুল্লাহদের সিরিজ বাঁচানোর লড়াইও বটে। 

ইনজুরির কারণে এ ম্যাচেও খেলতে পারবেন না দলের নির্ভর যোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। একই কারণে স্কোয়াডে নেই সাকিব আল হাসান। ২০১৭ সালে এই দুই ব্যাটসম্যান  নিউজিল্যান্ড সফরের ওয়েলিংটনে ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়েছিলেন। কিন্তু ইনজুরির কারণে শুক্রবার সেই সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ।

হ্যামিল্টন টেস্টে ভালো শুরুর পরও প্রথম ইনিংসে অল্প রানে অলআউট হয় বাংলাদেশ। সেই ঘটনা পুনরাবৃত্তি করতে চায় না টাইগাররা। বোলিং কোচের পরামর্শে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে। কিন্তু দ্বিতীয় টেস্টে একাদশে ফিরছেন বাঁহাতি এই পেসার। সে ক্ষেত্রে সাইড বেঞ্চে যেতে হতে পারে খালেদ আহমেদ অথবা এবাদত হোসেনের মধ্যে একজনকে।

একজন স্পিনার বাড়ানোর চিন্তা করছে টিম ম্যানেজম্যান্ট। যদি তাই হয় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও নাঈম হাসানের যে কেউ খেলবে একাদশে। তবে সবকিছু নির্ভর করবে ম্যাচের দিন সকালে উইকেট পযবেক্ষেণের পর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ/মুস্তাফিজুর রহমান এবং এবাদাত হোসেন/ তাইজুল ইসলাম/নাঈম হাসান।

Bootstrap Image Preview