Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০২২ সালে এশিয়ার গেমসে ফের যুক্ত হচ্ছে ক্রিকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ০১:২১ PM আপডেট: ০৪ মার্চ ২০১৯, ০১:২১ PM

bdmorning Image Preview


এশিয়ান গেমসে ফিরিয়ে আনা হচ্ছে ক্রিকেট। ২০২২ সালে এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা বিভাগে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট যুক্ত হবে। রোববার এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঠাসা সূচীর কারণ দেখিয়ে ২০১০ ও ২০১৪ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়ান গেমসে অংশ নেয়ছিল না ভারত। এরপর ২০১৮-য় ক্রিকেটকে বাদ দেওয়া হয়েছিল। ওআইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। 

ভারতীয় অলিম্পিক সংস্থা এক সদস্য বলেন, ‘‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে ছেলে ও মেয়েদের দল পাঠাতে অনুরোধ করব। ক্রিকেট থেকে আমরা পদক আনতে পারি।’’ 

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তামর ভাষ্য মতে, ২০২২ সাল আসতে এখনো অনেক দেরি। তাই নারী ও পুরুষ দল পাঠাতে কোনো সমস্যা হবে না। 

২০১৪ এশিয়ান গেমস ক্রিকেটের পুরুষ ও মহিলা বিভাগে স্বর্ণ জিতেছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। আর ২০১০ সালে পুরুষ ও মহিলা বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ ও পাকিস্তান।

Bootstrap Image Preview