Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুভেন্টাসের জয়ে মিশে থাকল বিতর্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১১:৪৭ AM আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১১:৪৮ AM

bdmorning Image Preview


টানা আটবার সেরি এ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জুভেন্টাস। রোববার রাতে অ্যাওয়ে ম্যাচে নাপোলিকে ২-১ গোলে হারালো তারা। এতে ১২ ম্যাচ বাকি থাকতে তাদের পয়েন্ট দাঁড়াল ৭২। দ্বিতীয় স্থানাধিকারী দলের চেয়ে তারা ১৬ পয়েন্টে এগিয়ে। লিগ জয় সম্পূর্ণ করতে তাদের প্রয়োজন ৭৮ পয়েন্ট। যা পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

রবিবারের ম্যাচ স্মরণীয় হয়ে রইল অন্য নানা কারণে। ম্যাচের ২৫ মিনিটের মাথায় নাপোলির ফুলব্যাক কেভিন ম্যালকুইলের ব্যাক পাস ধরে গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রোনালদো। সেই সময় গোলরক্ষক মেরেত এগিয়ে এসে তাঁকে বাধা দেন, রোনালদো পড়ে যান। রেফারি লাল কার্ড দেখান মেরেতকে।

সেই ফাউল থেকে পাওয়া ফ্রিকিকে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন প্যাজনিক। কিন্তু রিপ্লেতে দেখা যায়, সংঘর্ষ থেকে বাঁচতে রোনালদো লাফিয়ে ছিটকে পড়লেও মেরেতের শরীর তাঁর শরীকে স্পর্শ করেনি। সেই নিয়ে বিতর্ক চলে ম্যাচের পরেও। বিরতির আগেই ২-০ এগিয়ে যায় রোনালদোর দল।

বিরতির পর দুবার হলুদ কার্ড দেখার জন্য লাল কার্ড দেখেন জুভেন্টাসের প্যাজনিক। ৭২ মিনিটে ইনসিগনের ক্রস ধরে নাপোলির হয়ে একটি গোল শোধ করেন ক্যালেয়ন। ৮২ মিনিটের মাথায় পেনাল্টি পায় নাপোলি। কিন্তু তা পোস্টে মারেন ইনসিগনে।

Bootstrap Image Preview