Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডু প্লেসিসের সেঞ্চুরিতে এগিয়ে গেল আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০১৯, ১০:৪০ AM আপডেট: ০৪ মার্চ ২০১৯, ১০:৪১ AM

bdmorning Image Preview


টেস্টে ওয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে ঘুড়ে দাড়ালো আফ্রিকা। অধিনায়ক ডু প্লেসিসের অপরাজিত সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।আগামী ৬ মার্চ দ্বিতীয় ওয়ানডে হবে সেঞ্চুরিয়নে।

ওয়ান্ডারার্সের টসে জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার হয়ে দুই ওপেনার ডিকওয়েলা (৮) ও থরঙ্গা (৯) দুই অঙ্কের রানে পৌছতে ব্যর্থ৷ এই দুই ব্যাটসম্যানের উইকেট তুলে নেন লুঙ্গি এনগিডি।

তৃতীয় উইকেটে ফার্নাদো ও পেরেরা ৭৬ রানের জুটি গড়েন। দলীয় ৯৯ রানে পেরেরা ব্যাক্তিগত ৩৩ রানে তাহিরের শিকার হলে এই জুটির ইতি হয়।

চতুর্থ উইকেটে ফার্নাদো ও মেন্ডিস ৯৪ রানের জুটি গড়েন। যা শ্রীলঙ্কাকে শক্ত অবস্থানে নিয়ে যায়। দলীয় ১৯৫ রানে ফার্নান্দো ৪৯ রান করে ক্রিজ ছাড়েন৷ এ সময় শ্রীলঙ্কা বড় স্কোর গড়ার স্বপ্ন দেখছিল। কিন্তু তাহিরের ঘূণিতে ৩৬ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৩১ রানে গুটিয়ে যায় তিন ওভার বাকি থাকতেই। মেন্ডিস দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করে প্যাভিলিয়নে ফেরেন৷ ডি’সিলভা আউট হন ব্যক্তিগত ৩৯ রানে৷ 

জবাবে দলীয় ১৪ রানে ওপেনার হেনডিকের উইকেট তুলে নেন শ্রীলঙ্কা।  তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৬ রানের জুটি গড়েন ডি কক ও ডু প্লেসিস। দলীয় ১৫০ রানে ডি কক ৭২ বল থেকে ৮১ রানের ইনিংস খেলে বিদায় নেন।

তবে তৃতীয় উইকেটে ভ্যান ডার ডাসেলকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যার ডু প্লেসিস। তিনি ১১৪ বল থেকে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর ১১তম শতরান৷৪৩ বলে ২ চারে ৩২ রানে অপরাজিত থাকেন ডুসেন। ম্যাচসেরা হয়েছেন ডু প্লেসি। 

Bootstrap Image Preview