Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাহমুদুল্লাহর কাঠগড়ায় ব্যাটসম্যান ও বোলাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০৩:২৩ PM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


হ্যামিলটনে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডে বিপক্ষে এক ইনিংস ও ৫২ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। দলের এমন হারে ব্যাটসম্যানদের কাঠগড়ায় তুলেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং পিচে সুযোগ কাজে না লাগানোর আক্ষেপের কথা জানিয়েছেন তিনি। 

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে উজ্জল ছিলেন তামিম। খেলেন ৭৪ রানের ইনিংস। এছাড়া মাহমুদুল্লাহ ১৪৬ ও সৌম্য সরকার করেন ১৪৯ রান। সাদমান খেলেন ৩৭ রানের ইনিংসে। বাকিদের মধ্যে আর কেউই ছুতে পারেননি দুই অঙ্কের ঘর। 

সেডন পার্কে পিচে ব্যাটিং স্বর্গে ব্যাটসম্যানরা সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ মাহমুদুল্লাহ। সঙ্গে বোলারদের নখদন্তহীন বোলিং ম্যাচ হারের কারণ হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক। 

পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ব্যাটিংয়ের জন্য উইকেটটা খুব ভালো ছিল। কিন্তু আমরা সুযোগ হারিয়েছি। যদি আমরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে পারতাম, সত্যিই এটা দারুণ সুযোগ ছিল।

মাহমুদউল্লাহ বলেন, স্বাগতিক বোলাররা ভালো বল করেছেন। ঠিক জায়গায় বল ফেলেছেন। সাফল্যও ধরা দিয়েছে। এখান থেকে আমাদের বোলারদের শিক্ষা নিতে হবে। সবসময় সঠিক জায়গায় বল ফেলতে হবে। আরও সাহস সঞ্চয় করতে হবে। সর্বোপরি, ব্যাটসম্যানদের আরও ধারাবাহিক হতে হবে। সবাইকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে।

Bootstrap Image Preview