Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভিভকে পেছনে ফেলে তিনে উঠলেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ০২:৪৩ PM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ০২:৪৩ PM

bdmorning Image Preview


শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে ধোনির ও কোদার যাদব জুটিতে জয় পেতে কোনো সমস্যা হয়নি তার দলকে। এতেই নতুন উচ্চতায় পৌছে গেলেন কোহলি।

পঞ্চম উইকেটে ধোনি ও কেদার যাদবের অপরাজিত ১৪১ রানের জুটিতে অস্ট্রেলিয়ার ২৩৭ রানের লক্ষ্য পরে ব্রাট করে সহজ জয় পেয়ে যায় ভারত। কোহলির নেতৃত্বে এটি ভারতের শেষ ৬৪টি ওয়ান-ডে ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৮ নম্বর জয়। এতেই তিনি ছাড়িয়ে গেলেন ক্যারবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডসকে। 

সফল অধিনায়কত্বের নিরিখে ভিভকে ছাড়িয়ে গেছেন কোহলি। ভিভ পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দ্বীপপুঞ্জের দেশের নেতৃত্বভার সামলে ৪৭ বার জয় পেয়েছিলেন। দেশকে সবচেয়ে বেশি ওয়ান-ডে জেতানো ক্যাপ্টেনেদের তালিকায় কোহলি এখন থার্ড বয়। তাঁর আগে রয়েছেন ক্লাইভ লয়েড (৫০) ও রিকি পন্টিং (৫১)।

২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনির ব্যাটন থেকে কোহলির কাঁধে আসে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব। এরপর থেকেই দলকে তিন ফরম্যাটেই শীর্ষে নিয়ে গেছেন কোহলি। শনিবার ম্যাচ জয়ের পর বিরাট ভূয়সী প্রশংসা করেছেন তাঁর বোলারদেরই। ম্যাচ জয়ের কারিগর হিসেবে বোলারদেরই কৃতিত্ব দিয়েছেন কোহলি। বিরাট বলেছেন, অতীতে তিনি শামির মধ্যে এরকম খিদে দেখেননি এবং বিশ্বকাপের আগে এটা ভারতের জন্য অত্যন্ত ইতিবাচক বলেই মত 

Bootstrap Image Preview