Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌম্য এখন তামিমের ৯ বছর পূর্বের রেকর্ডটির ভাগিদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১২:১৭ PM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১২:১৭ PM

bdmorning Image Preview


হ্যামিল্টনে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর বীরত্বের পরও ইনিংস হার এড়াতে পারল না বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টটি ৫২ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। তবে এই ম্যাচে তামিমের একটি রেকর্ডে নিজের নাম জড়িয়েছেন সৌম্য সরকার।

হ্যামিলটন টেস্টের তৃতীয় দিনের ৩৯ রান নিয়ে আজ তিনি চতুর্থ দিনের খেলায় ব্যাটিংয়ে নামেন। মাহমুদুল্লাহর সঙ্গে দিনের প্রথম সেশনটা ভালো ভাবেই কাটিয়ে দেয় তিনি। প্রথম হাফ সেঞ্চুরির পর তুলে নেন ক্যারিয়ারের প্রথম ষেঞ্চুরি। সেঞ্চুরিটি আসে ৯৪ বল থেকে।

বাংলাদেশি কোনো ক্রিকেটার হিসেবে এটি টেস্টে দ্রুততম সেঞ্চুরি। ৯৪ বলে সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। শতক পূর্ণ করতে তিনি ১২টি চার ও ৫টি ছয় মারেন।

এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিমও। এদিন হয়তো তামিমকেও ছাড়িয়ে যেতে পারতেন সৌম্য। ৯২ বলে ৯৯ রান ছিল তার। পরের বলে ১ রান নিলেই রেকর্ড। কিন্তু টিম সাউদির বলটি থেকে রান নিতে পারেনি সৌম্য। তবে পরের বলে রান নিয়ে তামিমের পাশে ঠিকই নিজের নাম লিখিয়ে রাখলেন।

রেকর্ড সেঞ্চুরি তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে যাওযার আগে ১২৩ রানে অপরাজিত ছিলেন। লাঞ্চ বিরতি থেকে ফিরে এগিয় যাচ্ছিলেন দেড়শো রানের মাইলফলকে। তবে দেড়শো থেকে ১ রানে দূরে ১৪৯ রানেই বোল্টের বলে থামতে হয় সৌম্যকে।

১৭১ বলে ১৪৯ রানের ইনংটিতে ২১টি চার ও ৫টি ছক্কার মার ছিল। সৌম্য বিদায়ে মাহমুদুল্লাহ ও তার ২৩৫ রানের জুটির সমাপ্তি হয়।

Bootstrap Image Preview