Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গেইল ঝড়ে সমতায় সিরিজ শেষ করল উইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০১৯, ১২:০৪ PM আপডেট: ০৩ মার্চ ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৩৮ ওভার হাতে রেখেই জয় পেল ওয়েষ্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের করা ১১৫ রানের জবাবে গেইলের ৭২ রানের ঝড়ে ৭ উইকেট হাতে রেখে জয় পায় ওয়েষ্ট ইন্ডিজ। সিরিজ ২-২ এ হয়। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছিল।

শনিবার রাতে ওয়েষ্ট ইন্ডিজ টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়। দলীয় ১৮ রানের মধ্যেই  রানে জনি বেইরস্টোকে শেলডন কটরেল ও তিন নম্বরে ব্যাট করতে নামা রুট। ব্যাক্তিগত ১ রানে তাকে ফেরান হোল্ডার।

তৃতীয় উইকেটে অ্যালেক্স হেলস ও এউইন মরগান মিলে যোগ করেন ৩৯ রান। দলীয় ৫৭ রানে কার্লোস ব্রাথওয়েটের বলে ২৩ রান করা হেলস তুলে নেয় ক্যারিবিয়ানরা। 

এরপরই শুরু থমাস 'ম্যাজিক'। দলীয় ৬৩ রানে মরগানকে থমাস ফিরিয়েছেন নিজের দ্বিতীয় ওভারে। ফাইন লেগে কটরেলের হাতে তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় তার রান ছিল ১৮। 

আগের ম্যাচে নায়ক জস বাটলার ইংল্যান্ডের মিডল অর্ডারকে সাথে নিয়ে আবার প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি থমাসের কারণেই। ইংল্যান্ডের শেষ ৬ উইকেট পড়েছে মাত্র ২৫ রানে!

৮৮ রানে ৫ উইকেট থেকে ১১৩ রানেই গুটিয়ে যায় রুটের দল। তাদের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ২৮ ওভার। ওসান থমাস ৫.১ ওভারে ২১ খরচায় নেন ৫টি উইকেট। ২টি করে উইকেট নেন জেসন হোল্ডার আর কার্লোস ব্রেথওয়েট।

লক্ষ্য মাত্র ১১৪ রানের। ওপেনিংয়ে নেমে রীতিমত তাণ্ডব চালান ক্রিস গেইল। মাত্র ২৭ বলে ৫টি চার আর ৯টি ছক্কায় ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন গেইল। শাই হোপ ১৮ বলে ১১ আর সিমরন হেটমায়ার ৬ বলে অপরাজিত ১১ রান করেন।

Bootstrap Image Preview