Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরাজের লজ্জার রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৩:০৭ PM আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৩:০৭ PM

bdmorning Image Preview


হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লজ্জার রেকর্ড গড়লেন মেহেদি হাসান মিরাজ। এক ইনিংসে ২শতাধিক রান দিয়ে বিডম্বরার রেকর্ডের তালিকায় তাইজুলকে টপকে শীর্ষ স্থানে উঠে এসেছেন। তবে বিশ্ব ক্রিকেটে এমন ডাবলের তালিকায় মিরাজ ষষ্ঠ।

বাংলাদেশি বোলাদের বিপক্ষে টেস্ট ইতিহাসে নিজের সর্বোচ্চ রানের স্কোর গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৬৩ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ৭১৫ রানের পাহাড় গড়েছে। 

স্কোরটাই বলে দিচ্ছে বাংলাদেশের বোলার কিউই ব্যাটসম্যানদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি।বাংলাদেশের তুলে নেওয়া ছয়টি উইকেটে দুটি নিয়েছেন সৌম্য আর একটি করে উইকেট নেন ইবাদত ও মাহমুদুল্লাহ। এই ম্যাচে স্পিন বোলিংয়ে গুরু দায়িত্বে থাকা মিরাজও নিয়েছেন ২টি উইকেট। 

৪৯ ওভার বল করে ২৪৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। যা বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। অর্থাৎ ওভারপ্রতি ৫.০২ ইকোনমি রেটে রান দিয়েছেন। টেস্টের ইতিহাসে ১ হাজার ৩৭১ বার ৪৫ বা এর বেশি ওভার বোলিং করার ঘটনা আছে বোলারদের। এর মধ্যে সবচেয়ে বাজে ইকোনমি রেট মিরাজের! 

এদিকে টেস্টে এক ইনিংসে সর্বাধিক রান দেওয়া বাংলাদেশিদের মধ্যে পূর্বের রেকর্ডটি ছিল তাইজুল ইসলামের দখলে। গেল বছর জানুয়ারিতে চট্টগ্রামে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭.৩ ওভার বল করে ২১৯ রান দেন ৪ উইকেট এর বিনিময়ে। 

উল্লেখ্য এক ইনিংসে সবচেয়ে বেশি রান দিয়েছেন চাক ফ্লিথউড স্মিথ। তিনি এক ইনিংসে ৮৭ ওভার বল করে ২৯৮ রান দেন ইংল্যান্ডের বিপক্ষে।

 

Bootstrap Image Preview