Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের ৮ পথশিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০২:০২ PM আপডেট: ০২ মার্চ ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্য ও ওয়েলস-এ অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরুর ঠিক আগে স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের আয়োজন করছে স্ট্রিট চাইল্ড ইউনাইটেড। বিশ্বব্যাপি পথ শিশুদের একত্রিত করে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেয়াই স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লক্ষ্য।

এ লক্ষ্যে ফুলার রোডে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রধান কার্যালয়ে যৌথভাবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।   আগামি মে মাসে যুক্তরাজ্যে আয়োজিত স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ৮জন শিশুকে নির্বাচিত করা হয়েছে। ১৪-১৭ বছর বয়সী চারজন মেয়ে ও চারজন ছেলে শিশুকে নির্বাচন করা হয়েছে।     

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন-বর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর এক্সামিনেশনস সেবাস্তিয়ান পিয়ার্স; চেয়ার অব ফ্রেন্ডস অব স্ট্রিট চিল্ড্রেন মাইক সেরিফ; এলইইডো-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফরহাদ হোসেন; স্ট্রিট চাইল্ড ইউনাইটেড-এর চিফ এক্সিকিউটিভ জন রো; ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে অভি রহমান এবং লন্ডন কলেজ অব লিগ্যাল ষ্টাডিস (সাউথ) থেকে খালেদ চৌধুরীসহ ব্রিটিশ কাউন্সিলের উর্ধ্বতন কর্মকর্তাগণ।  

এ প্রসঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর এক্সামিনেশনস সেবাস্তিয়ান পিয়াস বলেন, “পথ শিশুদের প্রতি অবহেলা এবং তাদের অবজ্ঞা করার মনোভাব থেকে মানুষদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আন্তর্জাতিক এই খেলাধুলা প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। এ আয়োজনটি পথ শিশুদের উজ্জল ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে। টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের পথ শিশুরা উজ্জল ভবিষ্যৎ গঠনের পাশাপাশি গ্লোবাল কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। ’’

এই আয়োজনের মাধ্যামে দেশের নীতি-নির্ধারক ও নেতৃত্বদানকারীদের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি হবে এবং এসব পথ শিশুদের কল্যাণে সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন ফরহাদ হোসেন ও মাইক সেরিফ। 

Bootstrap Image Preview