Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের দল নির্বাচনে আইপিএলে পারফরম্যান্সের কোনও প্রভাব থাকবে না: কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১২:৫২ PM আপডেট: ০২ মার্চ ২০১৯, ১২:৫২ PM

bdmorning Image Preview


আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিতে আইপিএলের পারফরম্যান্স কোনও ভাবেই প্রভাব ফেলবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের নামার আগে সাংবাদিক সম্মেলনে এমনটা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

৩০ মে থেকে বিশ্বকাপ শুরু। তার আগে ২ মাস ধরে চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। কিন্তু কুড়ি কুড়ি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করলেও বিশ্বকাপের দলে শিকে ছিঁড়বে না। এমনিতেই ১৫ জনের দলের ১২/১৩ টি জায়গা একপ্রকার নিশ্চিত। বাকি ২/৩ টি জায়গা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। অস্ট্রেলিয়া সিরিজ পর সেটাও নিশ্চিত করে দেওয়া হবে। এরপর আইপিএলের পারফরম্যান্স কি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য বিবেচ্য হবে?

শুক্রবার বিরাট কোহলি বলেন, "না, আমি অন্তত দেখতে পাচ্ছি না যে বিশ্বকাপের দল নির্বাচনে আইপিএলে পারফরম্যান্সের কোনও প্রভাব থাকবে। কারণ গোটা বিষয়টি বিশ্লেষন করে দেখা হবে।"

বিরাট এক প্রশ্নের উত্তরে বলেন," আইপিএলের আগেই আমাদের সেরা দল তৈরি করে রাখতে হবে। বিশ্বকাপে আমরা কী দল নিয়ে যাব বিষয়টি জলের মতো পরিষ্কার রাখতে হবে। আমার মনে হয় না আইপিএলে একজন ক্রিকেটার কেমন খেললো সেটা নিয়ে চিন্তার কিছু আছে। দু-এক জন ক্রিকেটার যদি আইপিএলে খারাপ পারফরম্যান্স করেও তাহলে তাদের এমনটা ভাবার কোনও কারণ নেই যে সে বিশ্বকাপ দল থেকে মুছে যাবে।"

সেই সঙ্গে টিম কম্বিনেশন নিয়ে বিরাট বলেন, " আমাদের টিম কম্বিনেশন নিয়ে ভাবতে হবে। ফিল্ডিং রেস্ট্রিকশনের বিষয়টা মাথায় রেখে বলছি একজন বোলার কম নিয়ে খেলাটা বোকামি হবে। ব্যাটিং কম্বিনেশনের দিকেও আমাদের নজর দিতে হবে। কিন্ত বোলিং কম্বিনেশন বেশি পরিবর্তন করা হবে না।"

Bootstrap Image Preview