Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় দিন শেষ করল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১২:২০ PM আপডেট: ০২ মার্চ ২০১৯, ১২:২০ PM

bdmorning Image Preview


তামিম ইকবালের হাফ সেঞ্চুরি ও দিনের শেষে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহর ব্যাট লড়াইয়ে  ৪ উইকেটে ১৭৪ রানে দিন তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তবে ইনিংস পড়াজয় এড়াতে এখনো তাদের প্রয়োজন ৩০৭ রান।রবিবার ভোর ৪ টায় টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ।

সেডন পার্কে নিউজিল্যান্ডের দেওয়া ৪৮১ রানে লিড তাড়া করতে নেমে উদ্ধোধনী জুটিতে বাংলাদেশকে ভালো সূচনা এনে দেন সাদমান ইসলাম অনিক ও তামিম ইকবাল। এই জুটিতে ৮৮ রান তোলার পর ওয়াগনারের শিকারে পরিণত হন সাদমান। ৫টি বাউন্ডারিতে ৭১ বল থেকে ৩৭ রানে করেন তিনি।

এরপর ২২ রানের ব্যবধানে মোমনিুল (৮) ও মিঠুন (০) রানে প্যাভিলনের পথ ধরেন। তবে ক্রিজে এক পাশ থেকে নিজের উইকেট বাঁচিয়ে রান তুলে যাচ্ছিলেন তামিম ইকবাল। চা বিরতির পর হাফ সেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি।

সৌম্য সরকারকে নিয়ে তামিম ইকবাল জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু সেটা খুব বেশিদুর গেলো না। মাত্র ১৬ রানের জুটি হলো। এরপরই টিম সাউদির বলে দুর্ভাগ্যের শিকার হন তামিম।

বাউন্সার হয়ে আসা বলটাকে ছেড়ে দিতে বসে পড়েছিলেন তিনি। কিন্তু ব্যাট উঠে যায় উপরে। সেই ব্যাটেই বল ছুঁয়ে চলে গেলো স্লিপে দাঁড়ানো বিজে ওয়াটলিংয়ের হাতে। ৮৬ বলে ৭৪ রান করে আউট হন তামিম।

এরপর পঞ্চম উইকেটে দিনের বাকিটা সময় পার করে দেন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দুজনে মিলে ৪৮ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিন শেষ করেছেন। যেখানে সৌম্য ৫১ বল খেলে ৩৯ রান এবং রিয়াদ ৪০ বল থেকে ১৫ রান করেছেন। 

চতুর্থ দিনে বাংলাদেশকে ইনিংস পড়াজয়ে হার এড়াতে ৩০৭ রান প্রয়োজন। হাতে আছে ৬টি উইকেট। তবে দিনের শুরুটা অবশ্যই ভালো হতে হবে। নতুবা লজ্জার হরারা আরো বড় হবে টাইগারদের জন্য। 

নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন ওয়াগনার ও সাইথি। 

Bootstrap Image Preview