Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১১:০৮ AM আপডেট: ০২ মার্চ ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশের পর আজ একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। দুটি দলই চাইবে আজ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২ টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস। 

বিশ্বকাপের আগে এই পাঁচটিই একদিনের ম্যাচ পাচ্ছে ভারত। তাই সঠিক কম্বিনেশন খুঁজে নিতে চাইবে টিম ইন্ডিয়াকে। ক্রিকেটারদের দেখে নেওয়ার কথা বলেছেন বিরাটও। সঙ্গে সিরিজটাও জিততে হবে। ঘরের মাটিতে ভারত শেষ একদিনের সিরিজ হেরেছিল ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২-৩ ব্যবধানে।

এটা ঘটনা বিশ্বকাপের কোর গ্রুপ ভারত তৈরি করে ফেলেছে। দুটি জায়গার জন্যই মূলত লড়াই চলছে লোকেশ রাহুল, ঋষভ পান্থ, বিজয় শঙ্কর ও সিদ্ধার্থ কলের। টি২০ সিরিজে রাহুল সফল। তবে বাকিরা কিন্তু সফল হতে পারেননি। একদিনের সিরিজে ঋষভের উপর কড়া নজর থাকবে নির্বাচকদের। ব্যর্থ হলে বিশ্বকাপের দলে সুযোগ নাও মিলতে পারে। কারণ দীনেশ কার্তিক অন্যতম দাবিদার। বিজয় শঙ্করের বলে গতি কম। তবে হার্দিকের চোটের জন্য বিজয়কে দেখে নেওয়ার ভাবনা রয়েছে।

ভারত (সম্ভাব্য): রোহিত শর্মা,  শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল / আম্বাতি রায়ডু, 5 কেদার জাদব, টি এমএস ধোনি, বিজয় শংকর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামী, ইউজভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ

অস্ট্রেলিয়া (সম্ভাব্য): অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকোব, মার্কাস স্টোয়েনস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন টার্নার, অ্যালেক্স কেরী (উইকেট), অ্যাডাম জ্যাম্পা, প্যাট কামিন্স, জেসন বিয়ারেনডফ , ঝাই রিচার্ডসন

Bootstrap Image Preview