Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭৪ রানের ইনিংস খেলে সাউথির শিকার তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ১০:৫৩ AM আপডেট: ০২ মার্চ ২০১৯, ১০:৫৩ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ৪৮১ রানের লিড তাড়া করতে নেমে ভালো সূচনা এনে দিয়েছিলেন তামিম ইকবাল ও সাদমান। এই জুটির সাদমান ৩৭ রান করলেও ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া তামিম এবার ফিরলেন ৭৪ রানে। এর আগে প্রথম  ইনিংসে ১২৬ রান করেছিলেন তামিম। 

ইনিংসে ব্যবধান কমাতে বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে আসা তামিম ও সাদমান দলকে ভালো সূচনা এনে দেন। চা বিরতিতে যাওয়ার আগে এই জুটিতে ৫৬ রান তোলে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল ৩৫ ও সাদমান ইসলাম ২১ রানে অপরাজিত ছিলেন।

চা বিরতি থেকে তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে শুরু করেন দুই ব্যাটসম্যান। এই জুটিতে ৮৮ রান তোলেন তারা। এ সময় ৬৬ বল থেকে নিজের অর্ধশতক পূরণ করেন তিনি। 

এরপরই হঠাৎ নিজের ধৈয্য হারান সাদমান। ওয়াগনারের শট পিচ বলে বড় শর্ট খেলতে গিয়ে নিজের উইকেট হারান। ৫টি বাউন্ডারিতে ৭১ বল থেকে ৩৭ রানে করেন তিনি। 

এরপরই দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা মোমিনুল আসেন ব্যাট করতে। তবে দ্বিতীয় ইনিংসেও হতাশ করলেন তিনি। বোল্টের বলে ৬ বল থেকে ৮ রান করে আউট হন তিনি। 

মোমিনুলকে অনুসরন করেন তৃতীয় উইকেটে ব্যাট করতে আসা মোহাম্মদ মিঠুন। দলীয় ১১০ রানে বোল্ডের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে গালিতে ক্যাচ আউট হন। চার বল ক্রিজে থেকে তিনি রানের খাতা খুলতে পারেননি। এ সময় এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল।

তবে সেঞ্চুরি পূরণ না করার হতাশা নিয়েই ফিরতে হলো তামিমকে। দলীয় ১২৬ রানের সময় সাউথির বাউন্সার হাটু গেডে বসে ছাড়তে গেলে ব্যাটের নিচের অংশ লেগে আকাশে বল উঠে যায়। এরপর স্টাম্পের পিছনে থাকা ওয়াটলিং সহজ ক্যাচ নেন। ১১টি চার ও ১টি ছক্কায় ৮৬ বল থেকে ৭৪ রান করেন তামিম।

শেষ খবর পাওয়া পর‌্যন্ত বাংলাদেশর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৫০ রান তুলেছে। ক্রিজে আছেন সৌম্য  ২৬ ও মাহমুদুল্লাহ ৪ রান। 

Bootstrap Image Preview