Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার দুই ধাপ উন্নতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০১৯, ০৯:৪৪ AM আপডেট: ০২ মার্চ ২০১৯, ০৯:৪৪ AM

bdmorning Image Preview


দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ভারতকে হোয়াইটওয়াশের পুরস্কারটা হাতে নাতে পেল অস্ট্রেলিয়া। ২৭ ফেব্রুয়ারি আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে অস্ট্রেলিয়া।

দুই ম্যাচের টি-২০ সিরিজে ২-০ তে জিতে ১২০ রেটিং অর্জন করে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজ হারলেও ১২২ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ে -এ আগের দ্বিতীয় অবস্থানেই আছে ভারত।

টি-২০ সিরিজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে-এ পঞ্চম স্থানে ছিলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৩ ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে নেয় অসিরা। ফলে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে অ্যারন ফিঞ্চের দল। সিরিজ জয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে-এ দুই ধাপ উন্নতি হয়েছে।

অস্ট্রেলিয়া তৃতীয় স্থান দখল করায় চতুর্থ স্থানে নেমে যেতে হলো দক্ষিণ আফ্রিকাকে। তবে সেখানে ইংল্যান্ডের সমান ১১৮ রেটিং রয়েছে প্রোটিয়াদের। ভগ্নাংশের হিসেবে এগিয়ে চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা।

র‌্যাঙ্কিংযে সবার উপরে রয়েছে পাকিস্তান। তাদের রেটিং ১৩৫। ৭৭ রেটিং নিয়ে দশম স্থানে বাংলাদেশ। ষষ্ঠ থেকে নবম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলংকা।

Bootstrap Image Preview