Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবসরের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন গেইল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২২ PM আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:২২ PM

bdmorning Image Preview


ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ওয়েষ্ট ইন্ডিজ। এরপরেই বিশ্বকাপে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ক্রিস গেইল। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ নিজের আগের ঘোষণা থেকে ফিরে আসার ইঙ্গিত দিলেন ক্রিস গেইল।

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার পর বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে ফিরেছেন ক্রিস গেইল। এরপর প্রথম ওয়ানডেতেই তুলে নেন ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি। ফেরার পর এই গেইলই চার ম্যাচে দুই সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৩৪৭ রান। স্ট্রাইক রেটটাও ১২০.০৬।

এর মধ্যে চতুর্থ ওয়ানডে ৯৭ বল থেকে ১৬২ রানের ইনিংস খেলেন গেইল। যেখানে ১৪টি ছক্কা ও ১১টি চারের মার ছিল। তার এমন ফর্ম দেখে কে বলবে বয়টা এখন ৪০ ছুঁই ছুঁই। তাই ভক্তরা চাইবেই আন্তর্জাতিক ওয়ানডেতে ক্যারিয়াররা আরো যদি লম্বা হতো গেইলের। তবে জানলে অবাক হবে গেইলের চিন্তা ভাবনাটাও ঠিক আপনারই মতো। 

ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে শেষে তিনি বলেছেন, 'আমি এখন পর্যন্ত অনেক টি-২০ ম্যাচ খেলেছি, সুতরাং ৫০ ওভারের ক্রিকেটে ফিরে আসা সর্বদাই বেশ কঠিন। তবে আমার শরীর এখনও ৫০ ওভারের ক্রিকেটের জন্য উপযুক্ত।'

শুধুমাত্র ফিটনেস ঠিক রাখতে পারলে আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি (অবসরের সিদ্ধান্ত) পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেছেন গেইল। সামনে আরও ম্যাচ খেলার কথা জানিয়ে এই ক্যারিবিয়ান ব্যাটিং ঝড়ের ভাষ্য, 'আমার শুধু আমার ফিটনেস নিয়ে কাজ করতে হবে এবং এরপর হয়তো ক্রিস গেইলকে আরও দেখতে পারবেন আপনারা। পরিস্থিতি দ্রুতই পরিবর্তন হয়। আশা করি আমার শরীর আগামী কয়েক মাসে আরও পরিবর্তিত হবে এবং আমরা দেখতে পারবো কি হবে। আমার শরীরের কি হয়েছে? আমার বয়স প্রায় ৪০। আমাকে কি অবসর নিতে হবে? দেখা যাক ধীরে ধীরে।'   

Bootstrap Image Preview