Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরবর্তী ২০২০ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:০২ AM আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হলো এর প্রথম সভা। সেখানে থেকে তিনি জানালেন ২০২০ সালে এশিয়া কাপের আসরটি আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান। রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২০ সালের এশিয়া কাপের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের কথা মাথায় তার আগে এশিয়া কাপ হবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সেপ্টেম্বরে সেই টুর্নামেন্ট কোথায় হবে, সেটা পাকিস্তানই ঠিক করবে। 

এসিসি সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তারা কোথায় টুর্নামেন্ট আয়োজন করবে, সেটা তাদের সিদ্ধান্ত। হতে পারে পাকিস্তানে কিংবা এবারের মতো দুবাই অথবা মালয়েশিয়ায়। আর ২০২০ সালে যেহেতু টি-২০ বিশ্বকাপ আছে সেটা মাথায় রেখেই পরের আসর হবে কুঁড়ি ওভারের।’

এদিকে ভারত ও পাকিস্তান দুই বোর্ডের মধ্যে বৈরী সম্পর্ক থাকায় পাকিস্তান সফরে সব সময়ই অনীহা ভারতের। তাই পাকিস্তানে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, সে বিষয়ে পিসিবি প্রধাণ এহসান মানি বলেন, ‘এশিয়া কাপ শুরুর আগ পর্যন্ত অংশগ্রহণকারী দলগুলোকে আমরা পাকিস্তান সফরে নেয়ার সব চেষ্টাই করে যাব। তবে কোনো কারণে কেউ না যেতে চাইলে তখন দেখা যাবে। আমার বিশ্বাস আমরা সব দলকে বোঝাতে পারব এবং এশিয়া কাপ পাকিস্তানেই হবে।’

Bootstrap Image Preview