Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডে অভিষেকের দ্বারপ্রান্তে সিলেট স্টেডিয়াম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫১ PM আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৫১ PM

bdmorning Image Preview


টেস্ট, টি-টোয়েন্টি পর এবার ওয়ানডে ম্যাচের অভিষেকের দ্বারপ্রান্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।শুক্রবার(১৪ ডিসেম্বর) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ হবে এই স্টেডিয়ামে। 

২০১৪ সালের ১৭ মার্চ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয় চায়ের দেশের এই স্টেডিয়ামটির। এরপর বিপিএল, আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ অনেক ম্যাচ আয়োজন করা হয়েছে এই স্টেডিয়ামে। তবুও সিলেটবাসীর আক্ষেপ ছিল ওয়ানডে এবং টেস্ট ম্যাচের। চলতি বছরের নভেম্বর মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্টেও অভিষেক হয় দেশের একমাত্র গ্রিন গ্যালারি থাকা স্টেডিয়ামটির। এবার শুক্রবারের(১৪ ডিসেম্বর) ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অভিষিক্ত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

এদিকে সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ দু'দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। বলা যায় সিরিজের ফাইনাল ম্যাচ। আগের দুটি ম্যাচের একটিতে বাংলাদেশ অপরটি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায়। তাই, এই ম্যাচের ওপর নির্ভর করবে কার হাতে উঠবে সিরিজের শিরোপা।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলতে বুধবার (১২ডিসেম্বর) রাতেই সিলেটে পৌঁছেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরপর আজকের দিন কিছুটা অনুশীলন করেছে দুই দল। 

ধারণা করা হচ্ছে ১৪ ডিসেম্ব সিলেটেই দেশের মাটিতে ওয়ানডে অধিনায়ক মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে এ নিয়ে এখনও কোন মন্তব্য করেননি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।তাই সিলেট স্টেডিয়ামের এই ম্যাচে টাইগারদের জয় দেখতে চায় স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

Bootstrap Image Preview