Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডে অভিষেকে সিলেটে টিকেটের বাড়তি চাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


ওয়ানডে অভিষেকের অপেক্ষায় রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।এজন্য বুধবার সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ১৪ ডিসেম্বর দল দুটির মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।ধারণা করা হচ্ছে ১৪ ডিসেম্বর সিলেটেই হতে পারে দেশের মাটিতে অধিনায়ক মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সিলেট অনুষ্ঠিত ম্যাচকে সামনে রেখে গত ১১ই ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে সিলেটের বিভিন্ন স্থানে। এই ম্যাচকে নিয়ে সিলেটের মানুষের মধ্যে আলাদা ধরনের উত্তের্জনা কাজ করছে। এর মধ্যেই ক্রিকেট পাগল সিলেট বাসী টিকেটের জন্য স্টেডিয়ামের বাইরে লাইন ধরে টিকেট কাটা শুরু করছে। 

শুক্রবার ছুটির দিনে যেহেতু বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ নির্ধারনী ম্যাচটি অনুষ্ঠিত হবে তাই টিকেটের প্রচুর চাপ রয়েছে।সিলেটের ওয়ানডে ম্যাচের টিকিট মঙ্গলবার রাত ১২টার পর থেকে বুধবার রাত ১২টার আগ পর্যন্ত দর্শকরা ইউসিবি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সিস্টেম ইউক্যাশের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

সেজন্য টিকিট ক্রয় করতে আগ্রহীদের ইউক্যাশে একাউন্ট থাকতে হবে। একজন দর্শক ইউক্যাশ থেকে সর্বোচ্চ ২টি টিকিট কিনতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে যারা টিকিট কিনবেন তারা বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট ইউক্যাশের এজেন্ট অফিস শাহ্ এন্টারপ্রাইজ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও ম্যাচের দিন শুক্রবার সকাল নয়টা থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গেইটের বুথ থেকেও পাওয়া যাবে টিকিট। টিকিটের মূল্য, গ্রান্ড স্ট্যান্ড ১০০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ১৫০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা ও গ্রিন হিল এরিয়া ১০০ টাকা।

২০১৪ সালের ১৭মার্চ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেট স্টেডিয়ামের। এরপর গত ৩ নভেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় দেশের একমাত্র গ্রিন গ্যালারি-স্টেডিয়ামটির।

Bootstrap Image Preview