Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিএলে সেঞ্চুরির দেখা পেলেন আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:০২ PM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নর্থ জোনের বিপক্ষে প্রথম দিনেই সেঞ্চুরির নিয়ে অপরাজিত ছিলেন ইস্ট জোনের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আজ দ্বিতীয় দিনের খেলায় ২৫১ বল থেকে ১৩৬ রান করে আউট হয়েছেন তিনি। 

চলতি বিসিএলে তৃতীয় রাউন্ডে ইস্ট জোনের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তৃতীয় রাউন্ডে তিনি দুই ইনিংসের প্রথমটিতে ০ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন হাফ সেঞ্চুরি। এছাড়া বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। তবে এবার চতুর্থ রাউন্ডের শুরুেতেই পেলেন সেঞ্চুরির দেখা। 

মঙ্গলবার তিনি দলের বিপর্যয়ে চতুর্থ উইকেটে রনি তালুকদারকে সঙ্গে নিয়ে ২৪১ রানের জুটি গড়েছিলেন। দিন শেষে ১৮৬ বলে ১৩ বাউন্ডারিতে আশরাফুল অপরাজিত আছেন ১০৭ রান নিয়ে। রনি তালুকদার ২৪১ বল মোকাবেলায় ১৯ চার আর ৫ ছক্কায় অপরাজিত থাকেন ১৮৩ রানে।

তবে আজ দ্বিতীয় দিনে মাত্র ৪ বল মোকাবেলা করেই ২৪৫ বল থেকে আগের করা ১৮৩ রানে বিদায়ে নেয় রনি। তবে আজ ঠিকই নিজের ইনিংটিকে লম্বা করলেন আশরাফুল। ২৫১ বল থেকে তিনি খেলেন ১৩৬ রানের ইনিংস। যেখাটি ছিল ১৫ চারের মার। 

আশরাফুল ও রনি তালুকদারে সেঞ্চুরিতে ইস্ট জোনের প্রথম ইনিংস শেষ হয় ৪৬৬ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিজেদের নর্থ জোন তাদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৯০ রান তুলেছে। ক্রিজে জহুরুল ইসলাম ৪১ ও জুনায়েদ সিদ্দীকি ৪৭ রান নিয়ে ব্যাট করছেন।

Bootstrap Image Preview