Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন মাইলফলকে তামিমের পদার্পণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM

bdmorning Image Preview


আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ১২ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তামিম ইকবাল।মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামার পর তার এ মাইলফলক পূর্ণ হয়। 

তিনটি ফরম্যাটে তামিম মোট ৩১৩টি ম্যাচ ও ৩৬৩টি ইনিংস খেলেছেন। এতে তিনি মোট ১২০০৩ রান করেছেন। এর মধ্যে ২০টি সেঞ্চুরি ও ৭৪টি অর্ধশত রয়েছে। একনজরে দেখে নেয়া যাক কোন ফরম্যাটে কত রান করেছেন তামিম।

টেস্ট: ৫৬টি ম্যাচ ও ১০৮টি ইনিংস। মোট ৪০৪৯ রান। এর মধ্যে সেঞ্চুরি ৮টি ও অর্ধশত ২৫টি।

ওয়ানডে: ১৮৫টি ম্যাচ ও ১৮৩টি ইনিংস। মোট রান করেছেন ৬৩৬৯। সেঞ্চুরি ১১ আর অর্ধশত হাকিয়েছেন ৪৩টি।

টি২০: ৭১টি টি২০ ম্যাচ খেলেছেন। এতে ৭২ ইনিংসে তিনি ১৫৮৫ রান করেছেন। এর মধ্য সেঞ্চুরি রয়েছে ১ আর অর্ধশত ৬টি।
 

Bootstrap Image Preview