Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাট দিয়ে টস প্রথা চালু করছে বিবিএল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১২:০৬ PM

bdmorning Image Preview


টসের জন্য মাঠে দুই অধিনায়ক। রয়েছেন থার্ড আম্পায়ার। তবে কোনও কয়েন নয়, আকাশে ব্যাট ছুড়ে দিলেন এক দলের অধিনায়ক। হ্যাঁ...এমনই হতে চলেছে ভবিষ্যতের ক্রিকেট ম্যাচের টস। অন্তত অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে এমনই হতে চলেছে। এমটাই ঘোষণা দিয়েছে কিম ম্যাকোনি।

ক্রিকেটে নতুন নতুন বিষয় শুরু করার জন্য নাম রয়েছে বিগ ব্যাস লিগ (BBL)-এর। এর আগে জিং স্ট্যাম্প প্রথম এখানেই চালু হয়েছিল। জিং স্ট্যাম্প অর্থাৎ, উইকেটের স্ট্যাম্পে বল লাগলেই আলো জ্বলবে। এই একই স্ট্যাম্প এখন IPL এবং আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহার করা হয়। এবার সময় ব্যাট দিয়ে টস করার। 

জানা গেছে, যে দেশের মাটিতে খেলা, সেই দেশের অধিনায়ক টসের সময় ব্যাটটি আকাশে ছুড়ে দেবেন। বিরোধী অধিনায়ক উঁচু (mountain) বা সমতল (plain) ডাক দেবেন। ঠিক যেভাবে হেড বা টেল বলা হয়। বাকি পদ্ধতি একই। 

তবে ব্যাট দিয়ে টস করার প্রথা চালু হওয়ায় আগেই এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলেছেন ব্যাট দিয়ে যদি টস করা হয় তাহলে স্বাভাবিকভাবেই ‘উঁচু’ পাশটাই বেশিরভাগ সময় থাকবে উপরে। তাই যিনি ব্যাট ছুঁড়ে মারবেন তার টস জয়ের সম্ভাবনা কমে যাবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ প্রধান কিম ম্যাকোনি জানিয়েছেন, ‘আপনারা হয়তো অবাক হয়ে যাবেন! আমরা এ টসের জন্য রীতিমতো বিজ্ঞানসম্মত পথ বেছে নিয়েছি। আমরা বিশেষ কিছু ব্যাট বানাবো যেগুলোর কারণে কেবল এক পিঠই বেশিরভাগ সময় উপরে থাকার সম্ভাবনা কমে যাবে। এরই মধ্যে কুকাবুরা কোম্পানিতে থাকা আমার কয়েকজন বন্ধুর সাথে এব্যাপারে কথাও বলে ফেলেছি।’

বিগ ব্যাশে ব্যাট দিয়ে টস করার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কয়েনের বদলের ব্যাটে টস করা প্রথম অধিনায়ক হবেন ক্রিস লিন। কারণ আসন্ন মৌসুমের উদ্বোধনী ম্যাচেই অ্যাডিলেড স্ট্রাইকারের মুখোমুখি হবে লিনের ব্রিসবেন হিট। যেখানে টস করবেন ক্রিস লিন।

Bootstrap Image Preview