Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফিদের ত্রিদেশীয় সিরিজের চূড়ান্ত সময়সূচি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:১০ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৫:১০ PM

bdmorning Image Preview


আসন্ন ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে নিজেদের শেষ ঝালাই করে নিতে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।টাইগারদের এই সিরিজে প্রতিপক্ষ হিসাবে থাকবে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।ইতোমধ্যে এই ত্রিদেশীয় সিরিজের সময়সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছে।আগামী ৫ মে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। ৭ মে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে ডাবলিনের দুই মাঠ ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব ও ম্যালাহাইড ক্রিকেট ক্লাবে। ৯ মে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ১৩ মে ওয়েস্ট ইন্ডিজ, ১৫ মে আয়ারল্যান্ড। শীর্ষ দু্ই দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ মে।

উল্লেখ্য, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে দল ইংল্যান্ডে যাবে ১৮ মে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প হবে লেস্টারে। ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপের আসর। ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ।

 

Bootstrap Image Preview