Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৩০ বছরের লজ্জার রেকর্ড ভাঙলেন মার্শ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৪১ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার হয়ে এদিন অধিকাংশ ব্যাটসম্যানই ক্রিজে সেট হয়ে আউট হয়েছেন। তবে মিডল অর্ডার ব্যাটসম্যান শন মার্শ মাত্র ২ রানে আউট হন। আর সঙ্গে সঙ্গে ভাঙলেন লজ্জার এক রেকর্ড। যা আবার ১৩০ বছরের পুরনো

১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার জর্জ বোনর টানা পাঁচ টেস্ট ইনিংসে দশের নীচে রান করেছিলেন। তাঁকে ছাপিয়ে গেলেন শন মার্শ। প্রথম পাঁচে ব্যাট করেন, এমন অজি ক্রিকেটারদের মধ্যে তিনি টানা ছয় ইনিংসে দশের নীচে রান করলেন।

মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান্ডারার্স টেস্ট থেকে খারাপ সময় চলছে মার্শের। ৭, ৭, ০, ৩, ৪ ও ২ হল তাঁর টানা ছয় ইনিংস। এদিন ম্যাচের দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিনের অফস্পিন মারতে গিয়ে ব্যাটের কাণায় লাগিয়ে স্টাম্পে টেনে আনলেন তিনি। এই নিয়ে টেস্টে পাঁচবার অশ্বিন ফেরালেন বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে।

দুই দিনের খেলা শেষে জমে উঠেছে অ্যাডিলেড টেস্ট। প্রথম ইনিংসে ভারতের ২৫০ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে অস্ট্রেলিয়া। তাদের হয়ে লড়াই করে দিন পাড় করেছেন ট্রভিস হেড। তিনি ৬১ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন তিনি। তাকে সঙ্গ দিতে ক্রিজে থাকবেন মিচেল মার্চ।

Bootstrap Image Preview