Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চাপে থেকেই দ্বিতীয় দিন শেষ করল অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার এডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে ভারত। প্রথম ইনিংসে ভারতের ২৫০ রানের জবাবে দ্বিতীয় দিনে ৭ উইকেটে ১৯১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংস থেকে তারা এখনো ৫৯ রান পিছিয়ে আছে। 

শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে গতকালের ৯ উইকেটে ২৫০ রান নিয়ে দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান গতকালের অপরাজিত ব্যাটসম্যান মোহম্মদ সামি। তাই আগেন দিনের স্কোর ২৫০ রানের শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

এরপর ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই অ্যারন ফিঞ্চকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ইশান্ত শর্মা। শূন্য রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর হ্যারিস ও উসমান খোয়াজা ইনিংসের হাল ধরেন।

কিন্তু ৪৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। অশ্বিনের বলে ২৬ রান করে আউট হব হ্যারিস। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত তাদের রান ছিল ২ উইকেটে ৫৭। মধ্যাহ্নভোজের পর ফের আঘাত হানেন অশ্বিন।অশ্বিনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান৷ দলীয় ৫৯ রানে তৃতীয় উইকেট হারায় অসিরা। এ সময় শনমার্স ২ রানে অশ্চিনের শিকার হন।

একটা সময় ৮৭ রানে তারা ৪ উইকেট হারায়। তারপর থেকে ইনিংসের হাল ধরার চেষ্টা করেন পিটার হ্যান্ডসকম্ব ও ট্র্যাভিস হেড। চা-পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ১১৭।কিন্তু চা-পানের বিরতির পরও চাপ বজায় রাখেন ভারতীয় বোলাররা। এই সেশনের খেলা শুরু হওয়ার পরই হ্যান্ডসকম্ব (৩৪) ফিরিয়ে দেন জসপ্রিত বুমরাহ। ১২০ রানে ৫ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

দলীয় ১২৭ রানে ষষ্ঠ উইকেট হিসেবে টিম পাইনকে প্যাভিলনে ফেরান ইশান্ত শর্মা।যা অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয়। তবে এমন সশয় অস্ট্রেলিয়ার ইনিংস মেরামতের দায়িত্ব কাঁধে তুলে নেন ট্রভিস হেড।প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৫০ রানের জুটি গড়েন তারা। 

ম্যাচের ৮১তম ওভারে এই জুটিতে প্রতিরোধ গড়েন জাসপ্রিত বুমরা। ৪৭ বল থেকে ১০ রান করা কামিন্সকে প্যাভিলনে ফেরত পাঠান তিনি। তবে দিনের বাকিটা সময় অস্ট্রেলিয়ার আশার প্রতীক হয়ে অষ্টম উইকেটে মিচেল স্টার্ককে নিয়ে ক্রিজে লড়াই করে গেছেন ট্রভিস হেড।

দিন শেষে ১৪৯ বল থেকে ৬১ রান নিয়ে অপরাজিত আছেন ট্রভিস হেড। আর ১৭ বল থেকে ৮ রান করেছেন স্টার্ক। এই দুই ব্যাটসম্যান শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করবে। তবে তৃতীয় দিনে ভারতের পথের কাটা হয়ে থাকল ট্রভিস হেড।

দ্বিতীয় দিনে ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন অশ্বিন।এছাড়া বুমরা ও ইশান্ত ২টি উইকেট নিয়েছেন। শনিবার  সকাল ৬টা টেস্টের তৃতীয় দিনে  খেলা শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।

Bootstrap Image Preview