Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের আগে অ্যায়ান্ডল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ PM আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০১:২৬ PM

bdmorning Image Preview


আগামী বছরের ৫ মে বাংলাদেশকে নিয়ে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ।আসরে তৃতীয় দলে হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার এই সিরিজের পূর্নাঙ্গ সূচি প্রকাশিত হলো। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ মে। 

২০১৯ এর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ৩য় দল হিসেবে প্রথমে আফগানিস্তানের অংশগ্রহণ করার কথা ছিল। তবে শেষ অবদি তারা অংশ না নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজেকে নিয়েই সিরিজ আয়োজন করল আয়ারল্যান্ড।আসরে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে।পয়েন্টর ভিত্তিতে এগিয়ে থাকা দুই দল ফাইনাল খেলবে।

ত্রিদেশীয় সিরির শুরুর আগে  ম্যালাহাইডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আয়ার‌ল্যান্ড। এর দুই দিন পরেই ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজ ছাড়াও আয়ারল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজ, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজসহ সব মিলিয়ে ঘরের মাঠে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডে।

ত্রিদেশীয় সিরিজের সূচি:

৫ মে আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ

৭ মে উইন্ডিজ বনাম বাংলাদেশ

৯ মে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ

১১ মে আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ

১৩ মে উইন্ডিজ বনাম বাংলাদেশ

১৫ মে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

 ১৭ মে ফাইনাল।

Bootstrap Image Preview