Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিকের বিকল্প হয়ে মিরপুর টেস্টে লিটন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM

bdmorning Image Preview


বুধবার মিরপুর টেস্টের জন্য প্রথম দিনের মতো অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যাটিংয়ের সময় ব্যাথা মুশফিকুর রহিম। বিসিবি’র চিকিৎসক জানিয়েছিলেন শঙ্কার কিছু নেই। তা সত্বেও মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে লিটনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মিরপুর স্টেডিয়ামের ইনডোরে বুধবার অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান মুশফিক। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান। পরে এক্স-রেতে তার আঙুলে কোনো চিড় ধরা পড়েনি। তার চোটটা গুরুতর নয় বলেই গতকাল জানান বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। বিশ্রামে ছিলেন দিনের বাকী সময়টা।

এদিকে এসময় বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে বিসিবি নর্থ জোনের বিপক্ষে খেলতে বগুড়ায় ছিলেন লিটন। দলে ঢাক পাওয়ার খবরে এর মধ্যেই তিনি ঢাকার পথে রওনা দিয়েছেন তিনি। শেষ মুহূর্তে লিটনকে অন্তর্ভুক্ত করায় ঢাকা টেস্টের দল ১৩ জন থেকে বেড়ে হলো এখন ১৪ জনের।

ঢাকা টেস্টের বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস।

Bootstrap Image Preview