Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় ক্রিকেটে বয়স লুকালেই ব্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:২৮ PM আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview


ক্রিকেট মাঠে বয়স লুকানোর ঘটনা বন্ধ করতে নতুন পদক্ষেপ নিলো ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ডের। এবার থেকে কোনও ক্রিকেটারের বিরুদ্ধে বয়স কমানোর অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁকে দু'বছরের জন্য ব্যান করা হবে। অর্থাৎ এই দু'বছরের মধ্যে বিসিসিআই-এর কোনও টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। চলতি মৌসুম থেকেই ভারতে এই নির্দেশিকা চালু হচ্ছে। 

ভারতে বয়স ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলার জন্য বহু ক্রিকেটার তাদের বয়স কমিয়ে দেখায় বলে অভিযোগ। ২০১৩ সালে সিএবি'র অম্বর রায় (অনূর্ধ্ব ১৪) টুর্নামেন্টে বয়স লুকিয়ে খেলার জন্য ধরা পড়ে প্রায় পঞ্চাশ জন ক্রিকেটার। এমনকী সম্প্রতি মোহম্মদ সামির মতো ভারতীয় দলের তারকা ক্রিকেটারের বিরুদ্ধেও বয়স কমিয়ে দেখানোর অভিযোগ উঠেছিল। 

ভারতীয় ক্রিকেটে বয়স লুকানোর রোগ নিয়ে এর আগে সরব হতে দেখা গিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়কে। তিন বছর আগে মনসুর আলি খান পতৌদি স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রবণতাকে বিপজ্জনক ও বিষাক্ত বলে বলে উল্লেখ করেন তিনি। 

Bootstrap Image Preview