Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া দলের অনুশীলনে স্মিথ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০১:৫৫ PM

bdmorning Image Preview


বল-বিকৃতি কাণ্ডে নির্বাসিত হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে তিনি নেই। কিন্তু অস্ট্রেলিয়ার নেটে ডাক পেয়েছিলেন।মঙ্গলবার আর সেখানেই ব্যাট করার সময় ভারসাম্য হারিয়ে ক্রিজে পড়ে যান স্টিভ স্মিথ। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথের এই ভিডিও ছাড়তেই তা সাড়া ফেলেছে ক্রিকেটমহলে।

সিডনিতে এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি সারছেন অজি পেসাররা। মিচেল স্টার্ক, জোশ হ্যাজলেউড, প্যাট কামিংসদের শেফিল্ড শিল্ডে খেলার অনুমতি  দেওয়া হয়নি। পরিবর্তে তাঁদের জন্য আলাদা করে নেটের ব্যবস্থা করা হয়েছে। আর সেখানে ব্যাট করতে ডাকা হয়েছে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথকে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিতে অজি বোলারদের সাহায্য করছেন স্মিথ-ওয়ার্নার।

সম্প্রতি স্মিথকে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে ব্রেকফাস্ট করতে। এদিন নেটে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ব্যাট করতে দেখা গেল স্মিথকে। তার মধ্যেই অবশ্য একবার পুল মারতে গিয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে অবশ্য উঠেও পড়লেন। যা ইঙ্গিত, তাতে নির্বাসনের মেয়াদ ফুরিয়ে গেলেই স্মিথকে নিয়ে আসা হবে জাতীয় দলে। বল-বিকৃতি কাণ্ডে আর এক নির্বাসিত ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও সম্ভবত একই পদ্ধতি অনুসরণ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Bootstrap Image Preview