Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনুশীলনের সময় হাতে ব্যাথা পেয়েছেন মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১১:১৪ AM আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


৩০ নভেম্বর থেকে মিরপুরে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ম্যাচ।  এই ম্যাচকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ। তবে আজ অনুশীলনের ব্যাটিং করার সময় হাতে ব্যাথা পেয়েছেন মুশফিকুর রহিম। 

গতকাল মিরপুর টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলকে নিয়ে মিরপুরে চলছে ব্যাটিং ও বোলিং অনুশীলন। অনুশীলনের ব্যাটিং করার সময় ডান হাতের বৃদ্ধা আঙুলে বল লাগে মুশফিকুর রহিমের। এ সময় তিনি ব্যাটিং ছেড়ে ভেতরে চলে যান। তবে খোঁজ নিয়ে জানা আঙুলে একটু ব্যাথা পেয়েছেন তবে চোট গুরুতর নয়।

মুশফিকের ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসক দেবাষীশ চৌধুরি জানিয়েছেন, মুশফিকের হাতের আঙুলে এক্সরে করানো হয়েছে। গুরুতর কোন সমস্যা তাতে ধরা পড়েনি। তবে আজকের দিন তাকে বিশ্রামে রাখা হবে।

উল্লেখ্য, দলের সিনিয়র ক্রিকেটারদের ইনজুরি সম্যসা নিয়ে কয়েক মাস ধরেই ভুগছে বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে ওয়েস্ট সিরিজে সাকিব ও তামিম ইকবালের ফেরার কথা থাকলেও ফিরছেন শুধু মাত্র সাকিব। এদিকে এর মধ্যেই নতুন করে ইনজুরিতে পড়েছেন ইমরুল কায়েস। 

 

Bootstrap Image Preview