Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইমরান খানের প্রায় চার দশকের রেকর্ড ছুলেন ইয়াসির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১০:৪৯ AM আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১০:৪৯ AM

bdmorning Image Preview


একদিনে দশ উইকেট! সোমবার এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সব চেয়ে বড় খবর৷ মঙ্গলে সেই দশের পরে আরও চার ঝুলিতে পুরে ফের শিরোনামে পাকিস্তানের স্পিনার ইয়াসির সাহ৷

তাঁর স্পিন ভেল্কিতে নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৬ রানে হারাল পাকিস্তান৷ দ্বিতীয় টেস্ট জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন করল হাসান আলিরা৷ দুই ইনিংস মিলিয়ে ১৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ৩২ এর লেগ স্পিনার৷ সেই সঙ্গে দেশের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের কীর্তি ছুঁয়ে ফেললেন ইয়াসির৷

পাকিস্তানের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ১৪ উইকেট পাওয়ার কীর্তি রয়েছে ইমরান খানের৷ ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১১৬ রান খরচ করে ১৪ উইকেট পেয়েছিলেন ইমরান৷ ৩৬ বছর পর ইমরানের সেই কীর্তি ছুঁলেন ইয়াসির৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৪ রান খরচ করে ১৪ উইকেট পেয়েছেন ডানহাতি স্পিনার৷ পাকিস্তানের হয়ে টেস্টে এটাই কোনও বোলারের দ্বিতীয় সেরা পারফর্ম্যান্স৷ প্রথম স্থানে রয়েছেন ইমরান৷

এর আগে সাত ও আটের দশকে কিংবদন্তি পাক লেগ-স্পিনার কাদিরেকে মনে করান ইয়াসির৷ ঘটনাচক্রে ১৯৮৭-র নভেম্বরেই কেরিয়ারের সেরা বোলিং করেছিলেন কাদির৷ লাহোর টেস্টে ২৫ নভেম্বর মাত্র ৫৬ রান দিয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৯টি উইকেট তুলে নিয়েছিলেন কিংবদন্তি পাক লেগ-স্পিনার৷ সেই কীর্তির তিন দশক পরে দুবাইয়ে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে আট উইকেট পেয়েছেন ইয়াসির৷ মাত্র ৪১ রান খরচ করে একাই ৮টি উইকেট তুলে নেন তিনি৷

দুবাইয়ে পাকিস্তানের পাঁচ উইকেটে ৪১৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৯০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড৷ ফলো-অন করে সোমবার দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দু’ উইকেটে ১৩২ রান তুলেছিল নিউজিল্যান্ড৷ সেখান থেকেই এদিন কিউয়িদের ইনিংস থামল ৩১২ রানে৷ নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংস মিডল অর্ডারে হাল ধরেন রস টেইলর (৮২রান) ও নিকোলাস (৭৭রান)৷ এছাড়া ওপেনার ল্যাথামের ৫০ ছাড়া কেউই বলার মতো রান পায়নি৷ দ্বিতীয় ইনিংসে ১৪৩ রানে ছটি উইকেট পেয়েছেন ইয়াসির, তিনটি উইকেট তুলে নিয়েছেন পেসার হাসান আলি৷ আবু-ধাবিতে সিরিজের শেষ টেস্ট শুরু ৩ ডিসেম্বর থেকে৷

Bootstrap Image Preview