Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির নাম আর বলা যাবে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:৫৭ PM আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরো জনপ্রিয় করার লক্ষ্যে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি  নাম  টি-টোয়েন্টি  ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ ২০২০ সালে টি-টোয়েন্টি  বিশ্বসেরার যুদ্ধ নাম বদলে হচ্ছে টি-টোয়েন্টি  ওয়ার্ল্ড কাপ ২০২০।এমন সিন্ধান্ত নিয়েছে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

নাম বদলের ভাবনা-চিন্তা চলছিল অনেকদিন ধরেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার অন্তর্ভুক্ত সদস্য দেশগুলির সর্বসম্মতিক্রমের প্রয়োজন ছিল বিষয়টিতে। সেকারণেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বেশ কিছুটা সময় লাগল। জানিয়েছে আইসিসি।

পাশাপাশি প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে জীবনে বিশ্বকাপে অংশগ্রহণ করার। এই নামকরণ তেমনই অনেক ক্রিকেটারের স্বপ্ন সফল করবে। তাই শুধু পুরুষদের নয়, মহিলাদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও নাম বদলে হয়ে যাচ্ছে উইমেন’স টি-টোয়েন্টিওয়ার্ল্ড কাপ।

Bootstrap Image Preview