Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাগরিকায় যে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:১৭ PM আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:১৭ PM

bdmorning Image Preview


সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৬৪ রানের জয় পেয়েছে টাইগাররা।দারুণ এই জয়ের ম্যাচে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।করে ফেললেন প্রথম টেস্ট ক্রিকেটার হিসাবে বিশ্ব রেকর্ড।

লংগার ভার্সনে দ্রুত দুইশ উইকেট শিকার ও তিন হাজার রানের বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী অধিনায়ক। এ ম্যাচে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুত ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ও ৩ হাজার রান করার মালিকও হলেন তিনি।

নিজের ৫৪তম টেস্টে ৩ হাজার রানের সাথে ২শ উইকেট শিকার রয়েছে সাকিবের। তার আগে দ্রুত ৫৫তম এই মাইলফলক স্পর্শ করেছিলেন ইল্যান্ডের ইয়ান বোথাম। তবে বোথামকে সরিয়ে এবার রেকর্ডের মালিক হলেন অলরাউন্ডার সাকিব।

দ্রুত ৩ হাজার রান ও ২শ উইকেট শিকারে তৃতীয়স্থানে রয়েছেন ভারতের কপিল দেব। নিজের ৭৩তম ম্যাচে ৩ হাজার রানের পাশাপাশি ২শ উইকেট শিকারের মালিক হন কপিল।

দ্রুত ৩ হাজার ও ২শ উইকেট শিকার করা শীর্ষ পাঁচ অলরাউন্ডার :
 

খেলোয়াড়ের নাম

দেশ

ম্যাচ

সাকিব আল হাসান

বাংলাদেশ

৫৪
 

ইয়ান বোথাম

ইংল্যান্ড

৫৫

কপিল দেব

ভারত

৭৩
 

ইমরান খান

পাকিস্তান

৭৫
 

রিচার্ড হ্যাডলি

নিউজিল্যান্ড

৮৩

 

 

Bootstrap Image Preview