Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলতি বছর সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ তাইজুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৩:০৪ PM আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নিয়ে তাইজুল ইসলাম। যা তাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলো। রফিককে টপকে চলতি বছর সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চতুর্থ তাইজুল।

আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে কেমার রোচকে এল বি ডব্লিই ফাদে ফেলে নিজের পাঁচ উইকেটের কোটা ‍পূরণ করেন তাইজুল। এটি ক্যারিয়ারে ৭ম বারের মতো ৫ বা তার বেশি উইকেট নিলেন তিনি। যা টেস্টে তাকে বাংলাদেশিদের মধ্যে ৫ উইকেট সংগ্রাহকের তালিকায় যৌথভাবে ২য় স্থানে তুলে এনেছে। ২য় স্থানে থাকা অন্য ক্রিকেটার রফিকও ক্যারিয়ারে ৭ বার ৫ উইকেট নিয়েছেন। এই তালিকায়  ১৮ বার  ৫ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন সাকিব আল হাসান।

এখন পর্যন্ত তাইজুল ইসলাম তার ২২ টেস্টের ৪০ ইনিংসে ৩১.১০ গড়ে ৯৪ টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ৬ বার ৫ উইকেট পাওয়ার পাশাপাশি একবার ১০ উইকেট লাভ করেছেন। আর মাত্র ৬ টি উইকেট নিলেই ৩য় বাংলাদেশি হিসাবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি। মোঃ রফিক ১ম ও সাকিব ২য় বলার হিসাবে বাংলাদেশিদের মধ্যে ১০০ উইকেট লাভ করেন। বর্তমানে এই তালিকায় এখন তাইজুলের অবস্থান চতুর্থ।

এদিকে বাংলাদেশের হয়ে টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিকও এখন তাইজুল। ২০০৩ সালে মোহাম্মদ রফিক বল হাতে পেয়েছিলেন ৩৩ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে রফিককে স্পর্শ করেছিলেন তাইজুল। তবে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই ৬ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা এখন ৩৯। 

চলতি বছর সাদা পোশাকে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৯ টেস্টে ৪৬ উইকেট নিয়েছেন। ৩৯ উইকেট নিয়ে এই তালিকায় তাইজুলের অবস্থান চতুর্থ।দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা জেমস অ্যান্ডারসন ১২ ম্যাচে পেয়েছেন ৪৩ ও দিলরুয়ান পেরেরা ৯ ম্যাচে ৪১ উইকেট নিয়েছেন। চলতি বছর ক্যারিবিয়ানদের বিপক্ষে আরো একটি টেস্ট থাকায় এক পঞ্জিকাবর্ষে উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে তাইজুলের সামনে। 

Bootstrap Image Preview